• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:০১ অপরাহ্ন
  • [কনভাটার]

ধর্মপাশায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা

এম,এম,এ,রেজা চিফ রিপোর্টার /উপজেলা সুনামগঞ্জ / ৬০ জন দেখেছেন
আপডেটঃ শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি /

 

 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটি কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে ”বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাদ্য বাজনা বাজিয়ে উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপিত হয়েছে।
শুক্রবার ২৮ এপ্রিল সকাল  ১০ টার সময় স্বাগত র‍্যালির মাধ্যমে কর্মসূচির শুরু করা হয়।
স্বাগত র‍্যালিতে উপজেলা   প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কার্যালয়ের কর্মচারী সহ  সকল দপ্তরের কর্মকর্তা- কর্মচারী,উপজেলা পরিষদ, ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট, সি.এস. আই,জি. আর.ও, ব্যাঞ্চ সহকারী, স্টেনো কাম-কম্পিউটার,জারীকারক, মুক্তিযুদ্ধা ও রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক,   শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র‍্যালি শেষে উক্ত দিবসের তাৎপর্য সম্পর্কে অ্যাডভোকেট ইকরাম হোসেন এর সঞ্চালনায়  উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, সহকারী কমিশনার (ভূমি) মো. অলিদুজ্জামান, এএসপি সার্কেল আলী ফরিদ,মো. মিজানুর রহমান অফিসার ইনচার্জ ধর্মপাশা থানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস,   অ্যাডভোকেট আব্দুল আজিজ চৌধুরী (এপিপি), অ্যাডভোকেট আব্দুল হাই তালুকদার, অ্যাডভোকেট আরফান আলী, অ্যাডভোকেট ইসলাম উদ্দিন,  অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল, ইউপি চেয়ারম্যান জোবায়ের পাশা হিমু, মোকাররম হোসেন।
সবশেষে স্বাগত বক্তব্য রাখেন  চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটি জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ধর্মপাশা চৌকি আদালত, সুনামগঞ্জ এর সভাপতি মিছবাহ উদ্দিন প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

মতামত লিখুন

এই বিষয়ের আরও খবর

এইমাত্র পাওয়া

No video found!

March 2024
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

No video found!

%d bloggers like this: