• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন
  • [কনভাটার]

মোটরসাইকেল-অটোরিক্সার সংঘর্ষ, দুই পুলিশ কর্মকর্তা গুরুতর  আহত 

খোরশেদ আলম, রিপোর্টার সাভার উপজেলা ঢাকা / ৫৭ জন দেখেছেন
আপডেটঃ বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

খোরশেদ আলম রিপোর্টার সাভার উপজেলা ঢাকা/
আশুলিয়ায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাধারণ মানুষ বলে মহাসড়কে অটো রিক্সা একটি মরণবেদী যানবাহন হিসেবে পরিচিত,  এরা চলবে এলাকার শাখা রাস্তায় মহাসড়কে কেন, প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি তাদেরকে যেন মহাসড়কে না উঠতে দেওয়া হয়।
 নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহত দুই পুলিশ সদস্য হলেন, আশুলিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) অপূর্ব সাহা ও সহ উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) রিপন বর। এঘটনায় অভিযুক্ত অটোরিকশা ও তার চালককে পাওয়া যায়নি।
এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) জামাল সিকদার বলেন, বিকাল ৩ টার দিকে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশা তাদের মোটরসাইকেলটি কে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য মাটিতে ছিটকে পড়ে যান। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এস আই অপূর্ব সাহাকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দিয়েছে। তবে এএসআই রিপন গুরুতর আহত। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।


আপনার মতামত লিখুন :

মতামত লিখুন

এই বিষয়ের আরও খবর

এইমাত্র পাওয়া

No video found!

March 2024
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

No video found!

%d bloggers like this: