নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হাজী আব্দুল গণির পক্ষে পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছে আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা তানভীর হোসেন ও তার কর্মীরা। ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের নেতৃত্বে ভোটারদের কাছে নৌকা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানাচ্ছেন তারা।
রাজধানী ঢাকার পার্শ্ববর্তী হওয়ায় সাভারের বিশেষ শ্রেণীর এ পৌরসভাটি অধিক গুরুত্বপূর্ণ।
আব্দুল গণির পক্ষে পৌর এলাকার প্রধান সড়ক, প্রতিটি পাড়া-মহল্লার অলিগলি পোস্টারে পোষ্টারে ছেয়ে গেছে। নৌকার পক্ষে ভোট চেয়ে চলছে মাইকিং। পথসভা, মতবিনিময় ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন ঢাকা জেলা ছাত্রলীগ। প্রতিটি এলাকায় ইতোমধ্যে নির্বাচনী ক্যাম্প অফিস স্থাপন করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটিসহ সেন্টার কমিটি গঠন করা হয়েছে। ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের কর্মীরা সম্মিলিতভাবে নৌকা মার্কার পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
স্থানীয় আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সর্মথন ও সহযোগিতায় ভোটের মাঠে অনেকটাই এগিয়ে রয়েছেন হাজী আব্দুল গণি।
এ ব্যাপারে আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা তানভীর হোসেন বলেন, নৌকার মাঝি আব্দুল গণির পক্ষে গণজোয়ার লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের নেতৃত্বে আমরা আশুলিয়া থানা ছাত্রলীগের নেতাকর্মীরা ভোটারদের ঘরে ঘরে গিয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছি। ভোটারদের কাছ থেকে সাড়াও পাচ্ছি আশাতীত ভাবে।