সাভার প্রতিনিধি: সাভারের আড়াপাড়া এলাকার বাসিন্দা কল্পনা সরকারের চোখের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন সাভার কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহাম্মেদ তাজুল। চোখের ফেকো সার্জারির জন্য প্রয়োজনীয় সকল মেডিকেলের খরচ প্রদান করেন তিনি। জানা যায়, চোখে ছানি পড়ে দৃষ্টিশক্তি পুরোপুরি হারাতে বসা নারী কল্পনা সরকার। আড়াপাড়া এলাকায় সন্তান ও বোনদের নিয়ে কোনমতে টিকে আছে। বুধবার রাতে কল্পনা সরকার বলেন, দুবছর আগে আমার চোখের সমস্যা দেখা দেয়। প্রথমে ভেবেছিলাম এমনি ভাল হয়ে যাবে। চোখের ড্রপ দিতে থাকি। কিন্তু তাতে কাজ না হওয়ায়, আমি চক্ষু হাসাপাতালে চিকিৎসক দেখাই। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে বাম চোখে ছানি পড়েছে বলে জানান। তারা অপারেশন করার কথা বলে। বিষয়টি সাভার কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ তাজুল জানতে পারে। ছানি অপারেশন করে লেন্স লাগালে চোখ ভাল হবে বলে তাকে জানানো হয়। পরে আমার চিকিৎসার দায়িত্ব সে গ্রহন করে। এ ব্যাপারে সাভার কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ তাজুল বলেন, ‘অসুস্থ কল্পনা সরকারের পাশে আমার দাঁড়ানো উচিত মনে করেই তার চিকিৎসার দয়িত্ব গ্রহন করেছি। কল্পনা সরকার ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে বুঝতে পারলাম, তারা নিদারুণ সংকটে আছে। কল্পনা সরকারের চিকিৎসার পুরোপুরি ব্যয়ভার মেটাতে যা করা দরকার করব।’