সাভার প্রতিনিধি: সাভারে নির্বাচনী তোড়জোড় শুরু হয়েছে ক্ষমতাসীন দলে। বিশেষ করে শনিবার বিকেলে সাভার বাজার বাসষ্ট্যান্ডে সরকারের কয়েক বছরের উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে র্যালী ও সমাবেশ করেছে সাবেক সংসদ সদস্য মুরাদ জংয়ের অনুসারীরা। ভবিষ্যতে আরও কি কি কাজ করবে সেটাও জানান দিচ্ছেন তারা। সাভার পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আর এইচ এম রবিন বলেন, এবার নির্বাচনী বৈতরণী পার হতে হলে জনগণের ভোটের প্রয়োজন হবে। এ কারণে সাভারের সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদের বিকল্প নেই। সাভার পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আর এইচ এম রবিন, ক্রিয়া সম্পাদক মেহেদী হাসান কাকন, ছাত্রলীগ নেতা তুরাগ মজুমদার, সাজ্জাদ হোসেন, মাহামুদুল ইসলাম শিহাব, মো: সুমনসহ নেতারা সরকারের উন্নয়নমুখী কর্মকাণ্ড তুলে ধরে নৌকার পক্ষে ভোট চান। সাভারের সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদের র্যালী ও সমাবেশে সাভার বাসষ্ট্যান্ডে কয়েক হাজার লোকের সমাগম ঘটে। স্থানীয়রা জানান, বৃষ্টি থাকলেও সাভার পৌর ছাত্রলীগের ক্রিয়া সম্পাদক মেহেদী হাসান কাকন, ছাত্রলীগ নেতা তুরাগ মজুমদার, সাজ্জাদ হোসেন, মাহামুদুল ইসলাম শিহাব, মো: সুমনসহ নেতারা দলবল নিয়ে দলীয় নেতাদের সাথে মহাসড়কে সক্রিয় ছিলো। তালুকদার মো: তৌহিদ জং মুরাদের অাস্থাভাজন এ এইচ জুয়েল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে মুরাদ জং নৌকার টিকিট পেলে বিজয় সম্ভব। কারণ মুরাদ জংয়ের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ আছে। সাভার ইউনিয়ন অাওয়ামী লীগের সভাপতি নুরুল অামিন রানা বলেন, আগামীতে নৌকার টিকিট পেয়ে নির্বাচিত হয়ে পরিকল্পিত সাভার নগরী গড়ে তুলবে তালুকদার তৌহিদ জং মুরাদ। জানা যায়, ঢাকা-১৯ আসনের বর্তমান সংসদ সদস্য ডা. এনামুর রহমান। তিনি এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা। ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর আহত শ্রমিকদের তাঁর হাসপাতালে চিকিৎসাসেবা দিয়ে সাধারণ মানুষের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনারও নজর কেড়েছিলেন তিনি। ফলে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ নবম জাতীয় সংসদের দলীয় সংসদ সদস্য তৌহিদ জং মুরাদকে রেখে মনোনয়ন দেয় এনামকে। সেই সুযোগে বিনা ভোটে এমপি হন তিনি। এর আগে রাজনীতির সঙ্গে তাঁর কোনো যোগ ছিল না। বিএনপির দুর্গ বলে পরিচিত ঢাকা-১৯ (সাভার) সংসদীয় আসনটি ২০০৮ সালে আওয়ামী লীগ দখলে নেয়। তৌহিদ জং মুরাদ সংসদ সদস্য হয়ে দলকে চাঙা করার চেষ্টা করেন। তবে উল্লেখ্য, এমপি এনামুর রহমান দাম্ভিকতার সঙ্গে বলেছেন, ‘তিনি নাকি (এনামুর) পাঁচজনকে ক্রসফায়ারে দিয়েছেন। আরও ১৪ জনকে লিস্টে রেখেছেন।’ অরাজনৈতিক ব্যক্তি দিয়ে রাজনীতি হয় না- এর প্রমাণ সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান। সাভারের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা তালুকদার তৌহিদ জং মুরাদ। দীর্ঘদিন নীরবে থাকলেও আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আলোচনায় সরব হয়ে উঠেছেন তিনি।
