স্টাফ রিপোর্টার : ভারতের পশ্চিমবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সম্মানজনক ডি-লিট ডিগ্রিতে ভূষিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নেতা-কর্মীরা আনন্দ মিছিল করেছে।
সোমবার দুপুরে সাভার বাসষ্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কে আনন্দ মিছিলে বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলে নেতৃত্ব প্রদান করেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম মনির।
মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় মনিরুল ইসলাম বলেন, দেশরত্ন শেখ হাসিনার এই অর্জন প্রমান করে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি মডেল রাষ্ট্র।
সাইদুল ইসলাম বলেন, দেশরত্ন শেখ হাসিনা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে।