জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রবিবার (২ এপ্রিল) বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল আনন্দশালা’র শিক্ষার্থীদের বাসে উঠিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করানো হয়। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম আনন্দশালার শিক্ষার্থীদের সাথে এসি বাসে ক্যাম্পাস প্রদক্ষিণ করে এ কর্মসূচি উদ্বোধন করেন। এসময় উপাচার্য বলেন, এখন থেকে প্রতি সপ্তাহে একদিন আনন্দশালার শিক্ষার্থীরা ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয়ের আশেপাশের স্থাপনাসমূহ পর্যবেক্ষণের সুযোগ পাবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, আনন্দশালা’র পরিচালক (অনারারী) অধ্যাপক ড. মুহম্মদ হানিফ আলী, আনন্দশালার শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকমন্ডলী এবং তাদের অভিভাবকগণ অংশগ্রহণ করেন।
