• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১০:২৪ অপরাহ্ন
  • [কনভাটার]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র  জন্মদিন,  পালন করলেন আশুলিয়া থানা যুবলীগ 

খোরশেদ আলম, সাভার উপজেলা প্রতিনিধি / ১৮১ জন দেখেছেন
আপডেটঃ শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

খোরশেদ আলম সাভার, উপজেলা প্রতিনিধি/

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৭ বছরে পা দিচ্ছেন আজ। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর

গোপালগঞ্জের মধুমতী নদীবিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি । দেশের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী তিনি। টানা তিন মেয়াদে

প্রধানমন্ত্রী হওয়ার গৌরবও তার। ১৯৮১ সাল থেকে দেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছেন   তিনি ।

৭৬ বছরের জীবনে অনেক সংকট, চড়াই-উতরাই পেরিয়েছেন। দেখেছেন সাফল্যের চূড়াও।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর  বিকালে আশুলিয়ার শ্রীপুর এলাকায় প্রধানমন্ত্রী’র ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আশুলিয়া থানা

যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।  এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া

থানা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক , ধামসোনা ইউনিয়ন পরিষদের দুই দুই বারের সফল মেম্বার এবং বর্তমান আশুলিয়া

থানা  যুবলীগের যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম ভূইয়া, এবং আশুলিয়া থানা যুবলীগের সদস্য জনাব মোঃ ইলিয়াছ ভূইয়া, এবং

আশুলিয়া থানা যুবলীগের সদস্য কাওসার কবির, মোখলেসুর রহমান , পাথালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জনাব মোঃ  সুমন

পন্ডিত মিয়াসহ আরো অনেকেই।

 দীর্ঘ রাজনৈতিক জীবন ও লম্বা সময় দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে  তার। তার শৈশব কেটেছে চিরায়ত গ্রামীণ পরিবেশে,

দাদা-দাদির কোলেপিঠে। ’৫৪-এর নির্বাচনের পর শেখ হাসিনা বাবা-মায়ের সঙ্গে ঢাকায় চলে আসেন। রাজনৈতিক পরিবারের

সন্তান হিসেবে ছাত্রজীবন থেকে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন তিনি। বর্তমানে শুধু জাতীয় নেতাই নন, তিনি আজ তৃতীয়

বিশ্বের একজন বিচক্ষণ বিশ্বনেতা হিসেবে অবতীর্ণ হয়েছেন। সংগ্রামী জীবনে তাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়। ১০ বার তাকে

জেল-গৃহবন্দি থাকতে হয়েছে। মৃত্যুভয়কে পরোয়া না করে তিনি ক্লান্তিহীন পরিশ্রম করে যাচ্ছেন দেশমাতৃকার জন্য। তার

নেতৃত্বে অসংখ্য কালোত্তীর্ণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৪ সালের ২৫

সেপ্টেম্বরের ভাষণের পদাঙ্ক অনুসরণ করে গত ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএনজিএ অধিবেশনে বাংলায় ভাষণ

দেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন এবং অন্যান্য উচ্চপর্যায়ের পার্শ্ব ও

দ্বিপক্ষীয় অনুষ্ঠানে যোগদান শেষে শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছান। এবারও তার জন্মদিন

কাটছে ওয়াশিংটনে। তবে তার অনুপস্থিতিতে বাংলাদেশে দিনটিতে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি উদযাপন করবে

আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন


আপনার মতামত লিখুন :

মতামত লিখুন

এই বিষয়ের আরও খবর

এইমাত্র পাওয়া

No video found!

April 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

No video found!